বোয়ালখালী পৌর সদরের পূর্ব গোমদণ্ডী বহদ্দারপাড়া মৌলভী আবুল খায়ের নক্সবন্দীর ৪৮তম ওফাত দিবস উপলক্ষে ওরশ শরীফ ১৮ অক্টোবর রবিবার অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে খায়ের মঞ্জিল দরবার শরীফ পরিচালনা কমিটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল, হুজুরের রচিত আধ্যাত্মিক গানের অনুষ্ঠান এবং তবারুক বিতরণ ।
উক্ত ওরশ মাহফিলে সকলকে উপস্থিত থাকার জন্য দরবার পরিচালনা কমিটির সভাপতি মোস্তফা কামাল মানিক ও সাধারণ সম্পাদক শামসুল করিম লিটন অনুরোধ জানিয়েছেন।-বিজ্ঞপ্তি