বোয়ালখালীতে শারদীয়া দুর্গা পূজায় মণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মঈন উদ্দীন খান বাদল। সোমবার (৭ অক্টোবর) রাতে উপজেলা পূজা মণ্ডপ পরিদর্শন করে সার্বিক খোঁজ খবর নেন সাংসদ মঈন উদ্দীন খান বাদল।
এসময় তিনি বলেন, শারদোৎসব বাঙালির উৎসব। অসাম্প্রদায়িক চেতনাকে আবহমানকাল ধরে লালন করছে বাঙালিরা। এ উৎসবে সর্বজনীনতার সম্মিলন শুভ শক্তির জাগরণ ঘটায়।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, সহকারি কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা হারুন মিয়া, জেলা পরিষদ সদস্য মো. ইউনুচ, থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ, চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবদুল কাদের সুজন, বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, ইউপি চেয়ারম্যান কাজল দে, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল মোহাম্মদ হাসেম, জাসদ উপজেলা সভাপতি মনির উদ্দীন আহমদ খান, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, পূজা পরিষদের উপদেষ্ঠা বরুণ বিশ্বাস, সহ-সভাপতি মিহির কান্তি বিশ্বাস, সুকুমার নাথ, সাধারণ সম্পাদক অধীর দে, সাংগঠনিক সম্পাদক শুভাশীষ চৌধুরী, দীপেন চৌধুরী, টিটু চৌধুরী, বিষূ ঘোষ, ইউপি সদস্য শংকর চন্দ, উপজেলা যুবলীগ সভাপতি মো. সেলিম উদ্দীন, সাধারণ সম্পাদক প্রসাদ দাশ বাবু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালেদ মাসুদ, কধুরখীল ইউনিয়ন জাসদ সাধারণ সম্পাদক মো. ইকবাল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক রাসেল রানা, পূজা পরিষদের পৌরসভা সভাপতি শ্রীবাস বিশ্বাসসহ পূজা পরিষদের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা পৌরসভা, কধুরখীল, পোপাদিয়া, সারোয়াতলী, আমুচিয়া, আহলা কড়লডেঙ্গা ও শাকপুরার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন।