বোয়ালখালীতে শারদীয় দুর্গাপূজার মহা নবমী উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ করেছেন দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার পশ্চিম শাকপুরা শ্রী শ্রী রক্ষা কালী বাড়ি দূর্জয় ক্লাব, ছনদন্ডী শ্রী শ্রী রক্ষাকালী বাড়ি পূজা মন্ডপ পৌরসভার মহাশক্তি সন্মিলনি প্রবর্তক বিদ্যাপীঠ পূজা মন্ডপ, পশ্চিম গোমদন্ডী মাতৃ সংঘ ও মানব কল্যাণ সংঘ সেবা সংঘসহ কয়েকটি মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ঝুন্টু চৌধুরী। তিনি বলেন, মায়ের আরাধনায় বৈশ্বিক করোনা মহামারী থেকে সমগ্র বিশ্ববাসী যেন মুক্তি পায় এবং অসাম্প্রদায়িক চেতনায় জাতি-ধর্ম- বর্ণ নির্বিশেষে সকলে মিলে শান্তিতে বসবাস করে সমাজের উন্নয়নে কাজ করতে পারি এটাই প্রত্যাশা করছি।
এতে আরো উপস্থিত ছিলেন, বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস, সহ সভাপতি মাধব ধর, সুকুমার নাথ, মিহির বিশ্বাস, অরুন বিকাশ চৌধুরী, দীপক দে, রনজিত শীল, সাধারণ সম্পাদক অধীর দে, যুগ্ন সম্পাদক ডা. শ্যামা প্রসাদ দাসগুপ্ত, পৌরসভা পূজা কমিটির সভাপতি শ্রীবাস বিশ্বাস, রাজু আচার্য, বিষু ঘোষ, বাবলি ঘোষ, দীপ্তি মল্লিক, চম্পক চক্রবর্তী, দীপক দে, পিকলু সরকারসহ মন্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
মা দুর্গার যখন নাইওরের সময় ঘনিয়ে আসে তখন আপামর নারীকে দুর্গা মায়ের প্রতিমূর্তি কল্পনা করা হয়