নিজস্ব প্রতিবেদক : দেবী দুর্গার আগমনে উৎসবে মেতেছে সনাতনী ধর্মাবলম্বীরা। ৪ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু এ দুর্গাপূজা। চট্টগ্রামের বোয়ালখালীতে এবার ১১৭ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
পূজা আয়োজনে মণ্ডপগুলোতে চলছে এখন সাজ সাজ রব। নানা থিমে সাজানো হচ্ছে প্রতিটি মণ্ডপ। সরকারের পক্ষ থেকে পূজা উপলক্ষে প্রতি মণ্ডপে ৫০০ কেজি করে ৫৮ দশমিক ৫০০ মেট্রিক টন ভোগ্যপণ্য (চাল) বরাদ্দ দেওয়া হয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে যাচাই করে প্রতিটি মণ্ডপে বরাদ্দকৃত চাল বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, পূজামণ্ডপগুলো সরেজমিনে পরিদর্শন করে অস্তিত্ব কিংবা পূজা হচ্ছে কি না যাচাইক্রমে চাল বিতরণ করতে হবে। কোনো কারণে পূজা মণ্ডপের সংখ্যা কমলে অতিরিক্ত ও অব্যয়িত চাল মজুদ রাখতে প্রতিটি উপজেলায় চিঠি দেওয়া হয়েছে।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন জানান, ১১৭টি পূজা মণ্ডপের জন্য বরাদ্দ চাওয়া হয়েছিল। সে অনুযায়ী বিধি মোতাবেক বরাদ্দকৃত চাল মণ্ডপগুলোতে বিতরণ করা হবে।
এ শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ৫ দিনব্যাপী ঢাক-ঢোলের বাদ্যে মেতে থাকবেন সনাতন ধর্মাবলম্বীরা।