শাকপুরা চৌমুহনী ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নির্বাচনে মোজাহের সভাপতি

0
522

নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর ত্রি-বার্ষিক নির্বাচনে মো. মোজাহের আলম দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন।

২৫ মে শনিবার উৎসব মুখর পরিবেশে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সমিতির পরিচালনা পর্ষদের ৫টি পদে ১৮ প্রার্থী অংশ নেন।
এতে ৪৪৬ জন ভোটারের মধ্যে ৪৩৬ জন ভোট দিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা সমবায় কর্মকর্তা মো. রাসেল চৌধুরী।

তিনি বলেন, ভোট গণনা শেষে সভাপতি পদে মোজাহের আলম আনারস প্রতীকে পেয়েছেন ২৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মো.নাছির উদ্দীন ছাতা প্রতীকে পেয়েছেন ১৩৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. মোহরম আলী তালাচাবি প্রতীকে পেয়েছেন ২৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আবদুল মালেক দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৯৩ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে মো. জাহাঙ্গীর আলম হরিণ প্রতীকে ২৫৮ ভোট, অর্থ সম্পাদক পদে মনোজ কুমার নাগ টেলিভিশন প্রতীকে ১৫৫ ভোট, সদস্য পদে মনজুর আলম হাতপাখা প্রতীকে ১৮২ ও প্রণব কর ডাব প্রতীকে ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here