বোয়ালখালীর ঐতিহ্যবাহী শাকপুরা শ্রীশ্রী রাসবিহারী ধামে চারদিনব্যাপী রাস মহোৎসব আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে।

রাস মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে শ্রীবিগ্রহের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রাসবিহারী ধামের ৬৪তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে- ১০ নভেম্বর সকাল ১০টায় শ্রীবিগ্রহের অভিষেক, ১২টায় শ্রীশ্রী ঠাকুরের রাজভোগ, বিকাল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ৬টায় মহতী ধর্মসম্মেলন, ১০টায় নামযজ্ঞের শুভ অধিবাস।

১১ নভেম্বর ব্রাহ্মমুহূর্তে মহানামযজ্ঞের শুভারম্ভ ও অহোরাত্র নাম সংকীর্ত্তন, ১২টায় ঠাকুরের রাজভোগ, দুপুর ১টা ও রাত ৯টায় মহাপ্রসাদ আস্বাদন, সন্ধ্যা ৬টায় সত্যনারায়ণ পূজা, রাত ১২টায় শ্রীশ্রী রাসবিহারী পূজা। ১২ নভেম্বর ১২টায় ঠাকুরের রাজভোগ, দুপুর ১টা ও রাত ৯টায় মহাপ্রসাদ আস্বাদন।

১৩ নভেম্বর ঊষালগ্নে নামসংকীর্ত্তনের পূর্ণাহুতি ও কীর্ত্তন সহকারে পল্লী পরিক্রমা এবং বিশেষ অনুষ্ঠানমালা। মহতী ধর্মসম্মেলনে বিভিন্ন রাষ্ট্রীয় ও স্থানীয় অতিথিবৃন্দরা বক্তব্য রাখবেন।

অনুষ্ঠানে জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য রাস মহোৎসব উদ্‌যাপন পরিষদের সভাপতি বিবেকানন্দ চৌধুরী, কার্যকরি সভাপতি জনার্দ্দন চৌধুরী, সাধারণ সম্পাদক ছোটন চৌধুরী ও সুরঞ্জিত চৌধুরী অনুরোধ জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here