নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালী উপজেলার শাকপুরা বড়ুয়ার টেক এলাকায় আগুনে পুড়ে গেছে ২ বসতঘর। শুক্রবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে শাকপুরা ইউনিয়নের বড়ুয়ার টেকের পশ্চিম পাশে বড়ুয়া পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কীরীটী রঞ্জন বড়ুয়া জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে এ ঘটনা ঘটেছে। দুই বসতঘরে ৬ পরিবারের সদস্যরা বসবাস করেন। এতে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষিত হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় শাকপুরা ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের মৃদুল বড়ুয়া, রাজবিহারী বড়ুয়া, ঝিনতোষ বড়ুয়া পল্টু, সাংবাদিক অধীর বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান অগ্নিদূগর্তদের শুকনো খাদ্য সামগ্রী প্রদান করেন।