নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনীর কাঁচাবাজার ও মাছবাজার খোলা মাঠে সরিয়ে নিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (২০ এপ্রিল) উপজেলার শাকপুরা হাজী মো. নুরুল হক ডিগ্রি কলেজে মাঠে এ বাজার সরিয়ে নেওয়া হয়।
গতকাল রবিবার এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী।
তিনি জানান, বৈশ্বিক মহামারীতে পরিণত করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হচ্ছে। এসময় কাঁচা বাজার ও মাছ বাজারগুলো হয়ে উঠতে পারে সংক্রমিত করার হটস্পট।
তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন মহোদয়ের নির্দেশে বাজার সমূহ খোলা মাঠে সরিয়ে নেওয়া হচ্ছে।
আশা করা যায় সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতা ও বিক্রেতাগণ পণ্য বেচাকেনা করতে পারবেন।