অনলাইন ডেস্ক : দেশের কোথাও ১৪৪০ হিজরির শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী পরশু বৃহস্পতিবার (৬ জুন) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এর মাধ্যমে এ বছরের মতো শেষ হবে একমাসের সিয়াম সাধনা। আর এই সিয়াম সাধনার উপহার হিসেবেই মুসলিম সম্প্রদায়ের ঘরে ঘরে আনন্দের ঝরনাধারা নিয়ে হাজির হবে ঈদ।

মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ ঘোষণা দেওয়া হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ সভায় সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে ব্রিফিংয়ে শেখ মো. আব্দুল্লাহ জানান, বাংলাদেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল বুধবার (৫ জুন) হবে ৩০ রমজান, বৃহস্পতিবার হবে শাওয়াল মাসের প্রথম দিন। সেই অনুযায়ী বৃহস্পতিবার সারাদেশে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

এর আগে, সোমবার (৩ জুন) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। সাধারণত সৌদি আরবে যেদিন চাঁদ দেখা যায়, বাংলাদেশে এর পরদিনই দেখা যায় চাঁদ। সেই হিসাবে মঙ্গলবার সৌদি আরবে ঈদ পালিত হওয়ায় বুধবার ঈদ উদযাপনের প্রস্তুতি ছিল দেশবাসীর।

এদিকে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুর, দিনাজপুর, নারায়ণগঞ্জ, বরগুনা, চাঁদপুর, শরীয়তপুর, কুমিল্লা, ভোলাসহ কয়েকটি জেলার শতাধিক গ্রামে মঙ্গলবারই পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এসব গ্রামের মানুষেরা সৌদি আরবের তারিখের সঙ্গে মিল রেখেই রোজাও শুরু করে থাকেন।

আকাশে মেঘ, এখনো দেখা দেয়নি ঈদের চাঁদ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here