নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালী উপজেলার লোকালয়ে আসা হাতির দলকে জঙ্গলে ফেরত পাঠাতে কাজ করছে বন বিভাগ।
শনিবার (২৩ নভেম্বর) ভোর থেকে উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে নেমে আসা হাতির দলটি পূর্ব কধুরখীল বায়তুল ফালাহ জামে মসজিদের পেছনের একটি সুপারী বাগানে অবস্থান নিয়েছে। দিনভর পাশ্ববর্তী ধান ক্ষেতে নেমে ধান খেয়ে সুপারী বাগানে ঢুকে পড়ছে হাতির দলটি।
সকাল থেকে বন বিভাগের লোকজন হাতির দলটিকে জঙ্গলে ফেরত পাঠাতে কাজ করছে। তবে উৎসুক জনতার ভীড়ের কারণে কাজে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন বন বিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
তিনি বলেন, বন বিভাগের লোকজন অবস্থান নিয়েছেন সকাল থেকে। জঙ্গল থেকে আসা পশুগুলোকে জঙ্গলে পুশব্যাক করতে জনগণের সহযোগিতা প্রয়োজন।
কোনোভাবেই হাতির পালকে উত্তেজিত করা যাবে না জানিয়ে তিনি বলেন, জনগণকে সচেতন হতে হবে, সহযোগিতা করতে হবে বন বিভাগের লোকজনকে।
বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জানান, হাতির পালটি আগের অবস্থানে রয়েছে। জানমালের ক্ষয়ক্ষতি যাতে না হয় সেই ব্যাপারে পুলিশ সর্তক অবস্থানে রয়েছে।
স্থানীয় উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, বন বিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই হাতির পালকে নিরাপদে পাহাড়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে হাতির পালটিকে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ভান্ডালজুড়ি এলাকায় দেখা গিয়েছে। সম্ভবত এ হাতির পালটি কধুরখীল এলাকায় গিয়ে পৌঁছেছে। এখনো পর্যন্ত লোকালয়ে তেমন একটা ক্ষয়ক্ষতি করেনি হাতির দলটি। এই হাতির পালে ৩টি বাচ্চাসহ ৮টি হাতি রয়েছে।