নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে লুডু খেলা নিয়ে দুই পক্ষের মারামারিতে ৮জন আহত হয়েছেন । লুডু খেলায় ২০ টাকা বাজি ধরে উভয় পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ইউচুপ জানের বাপের বাড়িতে দুইপক্ষ মারামারিতে লিপ্ত হন। এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন।
আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে মো. জসিম উদ্দিন নামের একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন কর্তব্যরত চিকিৎসক।
থানার উপ-পরিদর্শক মো. শাহজান বলেন, ‘লুডু খেলায় বাজিতে ধরা ২০ টাকা নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে।’
স্থানীয়রা জানান, গত এক সপ্তাহ আগে পশ্চিম গোমদণ্ডী বন্দে আলী মসজিদ এলাকার বেলালের দোকানে মো. টিপু সুলতান ও মো. বাদশা লুডু খেলেন । এতে টিপুর কাছে বাদশা হেরে গেলে বাজিতে ধরা পাওনা টাকা নিয়ে জন্য উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকবার হাতাহাতির ঘটনা ঘটে। এনিয়ে উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দেন। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুপুরে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়েছে।