নগর প্রতিবেদক:

আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫বি৪-এর উদ্যোগে গত ২৯ অক্টোবর কাজির দেউড়িস্থ রেডিসেন ব্লু চতুর্থ তলার বে ভিউ হল রুমে দ্বিতীয় কেবিনেট মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত কেবিনেট মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেকেন্ড কান্ট্রি অ্যাম্বেসেডর ও ডিস্ট্রিক কনভের ২০২২-২০২৩, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩১৫বি৪ বাংলাদেশ লায়ন শেখ শামসুদ্দিন আহমদ সিদ্দিকী পিএমজেএফ।

লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির প্রেস সেক্রেটারী মরমী গবেষক লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই-৫২২৪৯৮১-কে অক্টোবর সেবা সপ্তাহে মেম্বারশীপ গ্রোথ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ড প্রদানকালে ক্লাবের কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য প্রধান অতিথি লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইয়ের ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইয়ের লায়নিজমে ১২ বছর পূর্ণ হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির ফাউন্ডার লায়ন জানে আলম, লায়ন ফোরকানুল আমিন, লায়ন কামাল উদ্দিন, লায়ন সেলিম সিকদার, লায়ন কামরুন বেগম, লায়ন আবু জাফর, লায়ন বিপুল সরকার, লায়ন সলিল আচার্য, লায়ন আন্না সরকার, লায়ন রত্না রানী আচার্য, লায়ন মাস্টার আশীষ চক্রবর্তী, লায়ন অর্চনা রানী প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here