নিজস্ব প্রতিবেদক
সারাদেশের মত চট্টগ্রামের বোয়ালখালীতে শুরু হয়েছে সাত দিনের কঠোর লকডাউনের নজরদারী। এনিয়ে বৃহস্পতিবার (১ জুলাই) ভোর থেকে শুরু হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। উপজেলার বিভিন্ন স্পটে টহলে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর লকডাউন মেনে চলতে উপজেলা প্রশাসনের উদ্যেগে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার ও সহকারি কমিশনার ( ভুমি) তাহমিনা আক্তার।
এ আদালত পরিচালনায় মাঠে ছিলেন, সেনাবাহিনি, পুলিশ, আনসার ও স্কাউট সদস্যরা। এসময় নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউন চলাকালে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়ে অযথা ঘোরাফেরা যাবেনা। বিধিনিষেধ অমান্য করলে শাস্তির মুখোমুখি হতে হবে এমনকি জেল জরিমানাও হতে পারে।
এসময় স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলা রাখায় গোমদন্ডী ফুলতল এলাকায় আলো সুইটস নামের এক প্রতিষ্ঠানকে সংক্রমণ ২০১৮ আইনে (১০০০) এক হাজার টাকা ও আমুচিয়া এলাকায় এক প্রতিষ্ঠানকে (৫০০) টাকা জরিমানা করা হয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।