তামিল ‘ঠামিজান’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক ঘটে প্রিয়াঙ্কা চোপড়ার। হিন্দি চলচ্চিত্রে তিনি সানি দেওলের বিপরীতে ‘দ্য হিরো’ ছবির মাধ্যমে প্রবেশ করেন। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। টাইম ম্যাগাজিন প্রকাশিত তালিকায় শীর্ষ ১০০ প্রভাবশালী নারী হিসেবেও তালিকাভুক্ত হন তিনি।

এবার গুণী এই অভিনেত্রীকে দেখা যাবে প্রখ্যাত অভিনেতা রিচার্ড ম্যাডেনের বিপরীতে। স্পাই সিরিজ সিটাডেলের মার্কিন অ্যাডাপটেশনে একসঙ্গে কাজ করবেন রিচার্ড-প্রিয়াঙ্কা।

এই সুখবর নিজের টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা নিজেই। তাকে শুভেচ্ছা জানিয়েছেন বহু বলিউড ও হলিউড তারকা। তবে সবার আগে রয়েছে নিক জোনাসের নাম। নিক টুইটে লিখেছেন, ‘তোমার জন্য আমি খুবই গর্বিত। তর সইছে না আর… অনেক শুভেচ্ছা প্রিয়াঙ্কা।’ স্বামীর টুইটের উত্তরে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘থ্যাংক ইউ বেবি… তোমাকে ভীষণ ভালোবাসি।’ সূত্র: এইসময়

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here