বরগুনায় রিফাত শরীফকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যায় জড়িতরা যাতে পালাতে না পারে সেজন্য সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৭ জুন) বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে সকালে এ ঘটনায় কী অ্যাকশন (পদক্ষেপ) নেওয়া হয়েছে তা দুপুর ২টায় মধ্যে জানতে চান আদালত। পরে দুপুরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার আদালতকে জানান, দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে। এরই মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আদালত এসময় বলেন, ‘পুলিশের রিপোর্ট জোরালো মনে হচ্ছে না।’
এদিকে সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ হত্যার ঘটনায় প্রকাশিত বিভিন্ন পত্রিকার প্রতিবেদন হাইকোর্টের নজরে আনলে আদালত রিফাত হত্যায় বরগুনার ডিসি-এসপির পদক্ষেপ সম্পর্কে জানতে চান।