নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে রায় ঘোষণার ১১ বছরপর অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত শফিকুল আলম(৪৫) নামের এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
২০০৮ সালের একটি অস্ত্র মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত শফিকুল উপজেলার ধোরলা ফজল পেয়াদার বাড়ির সামশুল আলমের পুত্র।
গতকাল বুধবার রাতে উপজেলার ধোরলা গ্রামের বাড়ি থেকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃত শফিকুল আলমকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দীন ফারুকী।
তিনি জানান, ২০০২ সালে ১২ অক্টোবর শফিকুল আলম অস্ত্রসহ পুলিশের হাতে আটক হন। এ ঘটনায় দায়েরকৃত অস্ত্র মামলার তদন্ত শেষে ওই বছরের নভেম্বর মাসে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
২০০৮ সালের ২৭ নভেম্বর পটিয়া চৌকি আদালতের ১৩নং ট্রাইব্যুনালের বিচারক মো. আলী হোছাইন এ মামলার বিচার শেষে শফিকুল আলমকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর থেকে শফিকুল পলাতক ছিলো।