করোনা মহামারিতে কর্মহীন আশেকানে গাউছুল আজম মাইজভাণ্ডারী ও রাহে ভাণ্ডারীদের জন্য উপহার সামগ্রী প্রেরণ করছেন চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ)।

সম্প্রতি দরবার প্রাঙ্গণে রাহে ভাণ্ডার আশেকান পরিষদ নেতাদের কাছে হস্তান্তরের মাধ্যমে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ছৈয়দ জাফর ছাদেক শাহ।

পরে নেতারা রাহে ভাণ্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তা শাখায় শাখায় প্রেরণের জন্য বুঝিয়ে দেন।

এসময় দরবারের সাজ্জাদানশীন ছৈয়দ জাফর ছাদেক শাহ্ বলেন, ‘ভালোবাসার সম্প্রদান’ একটি চলমান কর্মসূচি। সরকারি নির্দেশনা মেনে দরবারের যেসব নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ভক্ত-মুরিদান ঘরে অবস্থান করছেন তাদের মাঝে এ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রত্যেক পরিবারের লোকসংখ্যা বিবেচনা করে সমবণ্টনের ব্যবস্থা করা হয়েছে। উপহার সামগ্রীতে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, সেমাই, ময়দা, লবণসহ নিত্যপ্রয়োজনীয় সব জিনিসই দেওয়া হয়।

পরে সামাজিক দূরত্ব বজায় রেখে দেশবাসী ও করোনায় নিহতদের মাগফেরাত কামনা এবং অসুস্থদের রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here