রাউজান প্রতিনিধি

রাউজান আর্ট সেন্টার ও রাউজান আবৃত্তি পরিষদ কর্তৃক আয়োজিত বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ৬ মাস মেয়াদি আবৃত্তি প্রশিক্ষণের সনদ বিতরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশ গ্রহণ ৫৭ জন ছাত্রছাত্রীদেরকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়, ৬ মাস মেয়াদি আবৃত্তি প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সার্টিফিকেট ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান আইনজীবী সোসাইটির সভাপতি এডভোকেট শফিউল আজম। রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক হাসান মোহাম্মদ রাসেল, শিক্ষক দেলোয়ার হোসেন, রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, রাউজান আবৃত্তি পরিষদের সভাপতি সাজু পালিত, সাংবাদিক জাহেদুল আলম, তৈয়ব চৌধুরী, এম ইউসুফ, গাজী জয়নাল আবেদীন যুবায়ের, ওয়ার্ড যুবলীগের সভাপতি আনোয়ারুল মোস্তফা ইমরান এতে উপস্থিত ছিলেন।

রাউজান আর্ট সেন্টার ও রাউজান চাইল্ড স্কুলের পরিচালক শ্রীমান দাশ শুভর সভাপতিত্বে ও পর্না চক্রবর্তীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাউজান চাইল্ড স্কুলের শিক্ষক মুক্তা চক্রবর্তী, অঞ্জু পালিত, রীনা চৌধুরী, শিল্পী নন্দী, রহিমা আক্তার, অন্তু চৌধুরী, সৈয়দা তানজু, সম্পা নন্দী, আর্পিতা দেব প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here