পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এস.আর ও নং ৭-আইন/২০২০ প্রজ্ঞাপনে ইটভাটার মধ্যে জিগজ্যাগ ইটভাটার সংযোজন ও বৈশ্বিক এবং করোনা মহামারির আর্থিক সংকটের কথা বিবেচনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধন) আইনকে ২০২৫ সাল পর্যন্ত শিথিল করার জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপিকে স্মারকলিপি প্রদান করেছেন চট্টগ্রাম ইট প্রস্তুতকারী মালিক সমিতি।

২০ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম ইট প্রস্তুতকারী মালিক সমিতি সভাপতি ও রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ স্মারকলিপি হস্তান্তর করেন। এসময় সমিতির অন্যান্যরা উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

বিষয়টি তুলে ধরে পারভেজ স্মারকলিপিতে বলেন ‘ইট প্রস্তুতকারী মালিক সমিতি ইট প্রস্তুত করে সরকারের উন্নয়নে ভূমিকা রাখছে। এ জন্য জিগজ্যাগ ইটভাটার মালিগণকে ছাড়পত্র, লাইসেন্স প্রদানসহ জিগজ্যাগ ইটভাটাকে আইনে সংযোজন করার জন্য মন্ত্রণালয়কে স্মারকলিপি দেয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here