রাউজান প্রতিনিধি

রাউজানে শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে বিজয়ের মাসে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ, আলোচনা সভা ও রাউজানের কৃতি সন্তান রেমিটেন্স যোদ্ধা সৈয়দ জসিম উদ্দিন সিআইপির সংবর্ধনা অনুষ্ঠান গতকাল শুক্রবার উপজেলার একেএম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। সংবর্ধীয় অতিথি ছিলেন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে বাংলাদেশ সরকার কর্তৃক নির্বাচিত সিআইপি সৈয়দ মুহাম্মদ জসিম উদ্দিন।
সংগঠনের সভাপতি মোহাম্মদ এরশাদ ও সাধারণ সম্পাদক রবিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুস সামাদ শিকদার, থানার ওসি আবদুল্লাহ আল হারুণ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম বাহাদুর, মোহাম্মদ আরফান ইসলাম চৌধুরী, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, এডভোকেট সমীর দাশগুপ্ত, কাউন্সিলর মোহাম্মদ জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুুরী, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সুমন দে, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউল হক সুমন, পৌর কৃষক লীগের সভাপতি মোহাম্মদ আলী আজগর চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ তসলিম উদ্দিন, মোহাম্মদ জাহেদ চৌধুরী, মোহাম্মদ সরওয়ার হেলাল, মোহাম্মদ শওকত হোসন, মোহাম্মদ আবদুল লতিফ, মোহাম্মদ সারজু মো.নাছের, মোহাম্মদ মোহাম্মদ জিয়াউল হক রোকন, মোহাম্মদ আবু সালেক, মোহাম্মদ ইমতিয়াজ জামাল নকিব প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here