নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে পারিবারিক কলহের জেরে রহস্যজনক আগুনে দগ্ধ হওয়া স্ত্রী শারমিন আকতার(২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (৩০ অগাস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান বলে নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন ফারুকী।
এর আগে বৃহস্পতিবার (২৯ অগাস্ট) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার পূর্ব চরণদ্বীপ ৯নং ওয়ার্ডের ঘাটিয়াল পাড়ার তনজিয়া বাপের বাড়ির প্রবাসী সাইফুল ইসলাম (২৮) ও তার স্ত্রী শারমিন আকতার রহস্যজনক আগুনে দগ্ধ হন।
তাদের আশঙ্কাজনক অবস্থায় রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৬নং বার্ন এ্যাণ্ড প্লাস্টিক সার্জারী ইউনিটে ভর্তি করা হয় বলে জানান চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।
চিকিৎসকরা জানিয়েছেন শারমিনের শরীরের ৯০ ভাগ ও সাইফুলের শরীরের ২০ ভাগ আগুনে পুড়ে গেছে।
স্থানীয়রা জানায়, সাইফুল ইসলাম সম্প্রতি ওমান থেকে দেশে এসেছেন। তাদের সংসারে ৯ বছরের একটি কন্যা রয়েছে।
বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘শারমিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা গেছেন। শারমিনের স্বামী সাইফুল হাসপাতালে ভর্তি আছেন।’