রমা চৌধুরীর নাম মুক্তিযোদ্ধার তালিকায় উঠানো এবং রাষ্ট্রীয় পদক প্রদানের আহবান

আলাউদ্দিন খোকন: একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি পাকিস্তানি সেনাদের কাছে হারিয়েছেন সম্ভ্রম। হানাদারের গান পাউডার দিয়ে লাগিয়ে দেয়া আগুনে পুড়েছে ঘরবাড়ি স্থাবর অস্থাবর সহায় সম্পদসহ সকল সৃষ্টিশীল কর্ম। যুদ্ধের কারণে হারিয়েছেন দুই শিশু পুত্র। যুদ্ধোত্তর বাংলাদেশে তিনি পথে পথে নিজ সন্তান এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মরণে খালি পায়ে হেঁটে নিজের লেখা বই ফেরী করেছেন। … Continue reading রমা চৌধুরীর নাম মুক্তিযোদ্ধার তালিকায় উঠানো এবং রাষ্ট্রীয় পদক প্রদানের আহবান