রব্বানি রবি  | ভ্রমন

Traveler রা খুঁজে ঘুরার জন্য শান্তিপ্রিয় জায়গা।তেমনি একটা জায়গা হচ্ছে “মেধস মুনি আশ্রম “। যদিও এটি একটি ধর্মপ্রাণ জায়গা ।গ্রাম পেরিয়ে পাহাড়ের উপর অসাধারণ ভালো লাগার জায়গা এটি।

প্রথমে চট্টগ্রামের জিইসি মোড় থেকে কালুরঘাটের লোকাল বাসে উঠতে হবে। মাত্র ১০টাকায় যাওয়া যাবে।
এখান থেকে কালুরঘাট ব্রীজ হেঁটে পার হবেন। মজার ব্যাপার হলো ,ট্রেন লাইন এবং গাড়ি চলাচলের একটিই পথ। One way. এপাশ থেকে ২০ মিনিট গাড়ি চললে,ওপাশ ২০ মিনিট গাড়ি দাঁড়িয়ে থাকে। আর ট্রেন চলাচল করে দিনে ২বার। কালুরঘাট ব্রীজে দাঁড়িয়ে নদীর প্রশান্ত হাওয়া আপনার মনকে প্রশান্তি এনে দিবে।
ব্রীজের ওপারে গিয়ে লোকালে সিএনজিতে করে মাত্র ৫ টাকায় যাবেন ফুলতলায়।যাওয়ার পথটি ঘিরে রেখেছে দুপাশ থেকে সবুজ গাছপালা।
সেখান থেকে ১০ টাকা করে যাবেন কানুনগো পাড়া। কানুনগো পাড়া থেকে ২৫ টাকা করে লোকালে আশ্রম গেইট
আশ্রম গেইট থেকে শুরু হাঁটা। মাত্র ১৫ মিনিট হাঁটার পরই পেয়ে যাবেন আশ্রমের প্রধান ফটক।
সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সৌন্দর্যরূপ দেখতে পারবেন প্রকৃতিকে। প্রকৃতি এখানে ঢেলে দিয়েছে তার সবকিছু।
যাদের ধর্মের গোঁড়ামি নেই, তাদের জন্য এখানে ফ্রীতে খাবার প্রধান করা হয়।প্রধান মন্দিরের ডানপাশ দিয়ে চলে যাবেন। সেখানে দেখবেন ডান দিকে সিঁড়ি চলে গেছে নিচে।
সেখান থেকে শুরু আসল সৌন্দর্য। কিছুক্ষণ পর গেলেই দেখবেন একটার পর একটা মন্দির।
একসময় যখন নিচে নামতে থাকবেন, একদম নিচে একটি পুকুর। এখানেই অনেকেই গোসল সেরে নিচে পারেন।নীল আর লালের ছোঁয়ায় সিঁড়িটি দেখে আপনার প্রাণ জুড়িয়ে যাবে।
শহর থেকে আশ্রমে পৌছিতে ২.৩০ ঘন্টা লাগবে।ফিরার সময় কানুনগো পাড়া থেকে শহরের উদ্দেশ্যে ২৫ টাকায় টার্মিনাল পর্যন্ত সবুজ কালারের লেগুণা রয়েছে । যারা যাওয়ার সময় ব্রীজ দেখতে চান না,তারা টার্মিনাল থেকে সরাসরি কানুনগো পাড়া যেতে পারেন সবুজ লেগুণা করে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here