শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, যানজটের জন্য হকার নয়, বরং প্রাইভেটকার দায়ী। রাজধানীর হকার সমস্যা নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী হকার্স লীগের উদ্যোগে ‘নগরাঞ্চলে পরিকল্পিত হকার পুনর্বাসন করার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এ সভা অনুষ্ঠিত হয়।

নওফেল বলেন, হকার উচ্ছেদ কোনো সমাধান নয়। সাধারণ মানুষের জীবন-জীবিকার সুযোগ না রেখে কোনো উন্নয়ন হতে পারে না। এসব মানুষের ভাগ্যোন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিরাম কাজ করছেন।

এ সময় উপমন্ত্রী আরও বলেন, হকার ভাইয়েরা ফুটপাতে ব্যবসা করেন। অথচ যানজটের জন্য তাদের দায়ী করা হয়। বরং অতিরিক্ত প্রাইভেটকারের জন্য যানজট হচ্ছে।

তিনি আরও বলেন, হকাররা কোনো অন্যায় কাজে লিপ্ত নন। তাদের রুটিরুজি বন্ধ হলে দেশে অপরাধ প্রবণতা বেড়ে যেতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

হকার্স লীগের সভাপতি এসএম জাকারিয়া হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহে আলম মুরাদ, আবুল হোসেন, আতিকুর রহমান, আনোয়ার হোসেন প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here