হযরত শাহসুফি মৌলভী আবুল খায়ের নক্শবন্দীর (রহ:) ১১১তম বার্ষিক ওরশ শরীফ গতকাল শুক্রবার পৌর সদরের খায়ের মঞ্জিল দরবার শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে ।
এ উপলক্ষে খায়ের মঞ্জিল দরবার শরীফ ওয়াকফ এস্টেট পরিচালনা কমিটির সভাপতি মোস্তফা কামাল মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ড. এ এস এম বোরহান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ ইরফানুল বারী, ফেনী ক্যাডেট কলেজের প্রভাষক জনাব শওকত আজম । এতে স্বাগত বক্তব্য দেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শামছুল করিম লিটন ।
এছাড়া দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিলো খতমে কোরআন, মিলাদ ও জেয়ারত, হুজুরের রচিত ফানা ফিল্লার পথে গ্রন্থ থেকে আলোচনা, হুজুরের রচিত আধ্যাত্মিক গান ও আখেরি মোনাজাত শেষে তবারুক বিতরণ।