থার্টি ফাস্ট নাইটকে কেন্দ্র করে পুরো নগরজুড়ে নিরাপত্তা জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপনের পাশাপাশি হোটেল, ক্লাব ও বিনোদন কেন্দ্রে পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের তল্লাশি চলছে। এছাড়া টহল রয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল থেকে নগরের জামালখান মোড়, কাজীর দেউড়ি মোড়, সিআরবি মোড়, গণিবেকারি মোড়, মেরিনার্স রোড, আইস ফ্যাক্টরি রোডসহ প্রায় ৩০টি স্পটে চেকপোস্ট বসায় সিএমপি।

এছাড়া নগরের পতেঙ্গা সৈকত, বোট ক্লাব, খুলশীসহ গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করেছে র‌্যাব। এছাড়া সাদা পোশাকে র‌্যাব সদস্যরা নজরদারি করছে বলে জানিয়েছে র‌্যাব।

সড়কে র‌্যাবের টহল। ছবি: বাংলানিউজ

সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা বলেন, জামালখান মোড়, কাজীর দেউড়ি মোড়, সিআরবি মোড়, গণিবেকারি মোড়, মেরিনার্স রোড, আইস ফ্যাক্টরি রোডসহ প্রায় ৩০টি স্পটে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। হোটেল, ক্লাব ও বিনোদন কেন্দ্রে পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

র‌্যাব-৭ এর অপারেশন অফিসার মো. মাশকুর রহমান বলেন, পতেঙ্গা সৈকত, বোট ক্লাব, খুলশীসহ গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে। নগরে র‌্যাবের আটটি টহল টিম কাজ করছে। এছাড়া সাদা পোশাকে র‌্যাব সদস্যরা নজরদারি করছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here