নিজস্ব প্রতিবেদক : সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিএনপি’র ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান বিএনপি থেকে পদত্যাগের খবরে চট্টগ্রামের বোয়ালখালীতে মিষ্টি বিতরণ করেছে উপজেলা ছাত্রদল।
বুধবার ( ৬ নভেম্বর) উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষজনকে মিষ্টি মুখ করান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহসিন খোকন।
মো. মহসিন খোকন বলেন, প্রবীণ এ নেতা বিএনপি ছাড়ায় দলের কোনো ক্ষতি হয়নি। দলের মাঝে কোনো সুবিধাবাদী ব্যক্তির প্রয়োজন নেই। তিনি আরো আগে পদত্যাগ করার প্রয়োজন ছিলো। তিনি নিজ থেকে সরে যাওয়ায় আমরা খুশি হয়েছি।
এ নিয়ে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো আবু সুফিয়ান জানান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান গত দশ বছরে দলের কোনো ভূমিকা পালন করেননি। তিনি পদত্যাগ করায় দলে কোনো প্রভাব পড়বে না। দল থেকে অনেক কিছু পেয়েও তিনি দলের বদনাম করায় আমরা মর্মাহত হয়েছি।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ খান বলেন, গত এক দশক ধরে তিনি বিএনপি’র তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের যোগাযোগ রাখেননি। এমনকি নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধাচরণ করেছেন। তিনি সরে যাওয়ায় দলে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না বরং বিএনপি আরো শক্তিশালী হবে।
বিএনপি নেতা নুরুন্নবী চৌধুরী জানান, এম. মোরশেদ খানের পদত্যাগের মধ্য দিয়ে বিএনপি রাহু মুক্ত হয়েছে। এতে আমরা উল্লাসিত।
প্রসঙ্গত গত মঙ্গলবার বিএনপি মহাসচিবের কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র পাঠান এম. মোর্শেদ খান। তিনি বোয়ালখালী আসন থেকে বিএনপির এমপি নির্বাচিত হন একাধিকবার।