ক্রিকেট বিশ্বকাপ জ্বরে এখন বিশ্ব কাঁপছে। কিন্তু বিশ্বকাপে যখন টেলিভিশন সেটের সামনে বসে থাকতে পারছেন না; রাস্তাঘাট, যানজটে আটকে যাচ্ছেন তখন কীভাবে খেলা দেখবেন? সে ব্যবস্থাই করেছে মাই স্পোর্টস অ্যাপ।

বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি ও এয়ারটেল যুগপৎভাবে অ্যাপের মাধ্যমে মোবাইলে খেলা দেখার সুযোগ করে দিয়েছে। অর্থাৎ যাদের টেলিভিশনে খেলা দেখার সুযোগ মিলবে না তারা ইন্টারনেট সংযোগের মাধ্যমে মোবাইলে খেলা দেখতে পারবেন।

তবে এর আগে ‘মাই অ্যাপ’টি ডাউনলোড করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে। লিংক: https://www.facebook.com/robiairtelmysports/videos/356668838180396/?v=356668838180396

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here