প্রতিনিধি:
মোটর সাইকেল নিয়ে চম্পট দিয়েছে চোর। চুরির ঘটনাটি সিসিটিভির ক্যামরায় ধরা পড়লেও থানা পুলিশ তা চুরি হিসেবে মানতে নারাজ। ফলে হারানো ডায়েরী (নং-২৪০) করেছেন মোটর সাইকেল মালিক।
গতকাল রবিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কানুনগোপাড়া এলাকার পিওর ডেইরি ফার্মের সামনে থেকে মো. শাহেদের হিরো গ্ল্যামার মডেলের মোটর সাইকেলটি (চট্টমেট্রো হ-১৫-৬৫৮৩) চুরি হয়ে যায়। বিষয়টি ফার্মের সিসিটিভি ক্যামরায় ধরা পড়ে। ক্যামরার ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৫টা ১২ মিনিটের সময় এক যুবক মোটর সাইকেলটি কয়েক সেকেন্ডের মধ্যে চালু করে দ্রুত চম্পট দেয়। চুরি যাওয়া মোটর সাইকেলটি ফিরে পাওয়ার আশায় বোয়ালখালী থানার দ্বারস্থ হন ভুক্তভোগী মো. শাহেদ।
তিনি থানা পুলিশের দায়িত্বরত অফিসারকে ঘটনাটি খুলে বলেন এবং সিসিটিভির ভিডিও ফুটেজটি দেখালেও পুলিশ হারানো ডায়েরী করার পরামর্শ দেয়। ফলে হারানো ডায়েরী করেছেন থানায়। শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের বাসিন্দা মো.শাহেদ বলেন, রবিবার সন্ধ্যা ৫টার সময় ফার্মের সামনে মোটর সাইকেলটি রেখে ভেতরে প্রবেশ করি। এর আধ ঘণ্টা পর বের হয়ে দেখি গাড়ীটি নেই। পরে সিসিটিভি ক্যামরা দেখে চুরির বিষয়টি নিশ্চিত হই। এ ব্যাপারে থানায় গেলে পুলিশ মোটর সাইকেল হারানোর জিডি (সাধারণ ডায়েরী) করতে বলেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম। তবে সংগঠিত ঘটনার ক্ষেত্রে জিডির সুযোগ নেই বলে জানিয়েছেন এ্যাডভোকেট শফিউল আলম খোকন। তিনি বলেন, অপরাধ সংগঠিত হয়ে গেলে প্রতিকার বা ন্যায় বিচারের জন্য মামলা হবে। আস্ত একটি মোটর সাইকেল হারিয়ে যাবার ব্যাপারে তিনি বলেন, বিষয়টি হাস্যকর।