নিজস্ব প্রতিবেদক :
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদকে চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বোয়ালখালী পৌরসভার প্যানেল মেয়র, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান এসএম মিজানুর রহমান।
তিনি বলেন, আসন্ন উপ-নির্বাচনে উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। নৌকার বিজয় মানে উন্নয়ন।