চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদের পক্ষে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতারা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বোয়ালখালীর পশ্চিম কধুরখীল, নাপিতের ঘাটা, মিলন মন্দির, পোপাদিয়া  ইউনিয়নে গণসংযোগ করেন তারা।

গণসংযোগ শেষে কধুরখীল ইউনিয়ন পরিষদের সামনে নির্বাচনী কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, নৌকা প্রতীকে ভোট দিয়ে মোছলেম উদ্দিন আহমদকে জয়ী করতে পারলে বোয়ালখালীবাসীর স্বপ্নের কালুরঘাট সেতুর নির্মাণ সহজ হবে।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এমএ রহিম, হাবিবুর রহমান তারেক, আব্দুল্লাহ আল মামুন, ইয়াছির আরাফাত, নাজমুল সাকিব, রাশেদুল আরেফিন জিসান, ইয়াসিন আরাফাত কচি, মোহাম্মদ সেলিম উদ্দিন, নাজিম উদ্দিন।

বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোনাফ মহিন, সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেল, ছাত্রলীগ নেতা মোহাম্মদ তৌহিদ, এসএম মিসকাত, তানজিত চৌধুরী, শাহাদাত হোসেন, মোহাম্মদ আমিন, পান্না কাইছার, মমতাজ বেগম, রাজিয়া সোলতানা, মিনহাজ, শওকত, নাইম, মামুন মেম্বার, মোহাম্মদ মামুন, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আকিব ও মোহাম্মদ ইসমাইল।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here