চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদের সঙ্গে গণসংযোগ শেষে ফেরার পথে ছাত্রলীগ ও যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় দুই যুবলীগ কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে নগরীর চান্দগাঁও থানার খাজা রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ওই থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রহিম।

সংঘর্ষে আহতরা হলেন— জাবেদুল ইসলাম জাবেদ (৩৪) ও শাহাদাত হোসেন হীরা (৩৩)।

জানা গেছে, আহত জাবেদ চান্দগাঁও এলাকার স্থানীয় যুবলীগ নেতা। তার অনুসারী ও নগরীর ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক নেতা ইলিয়াছ উদ্দিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আহত শাহাদাত ইলিয়াছের অনুসারী হিসেবে পরিচিত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ বৃহস্পতিবার দুপুর থেকে চান্দগাঁওয়ের বলিরহাটসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন। বিকেল সাড়ে ৪টার দিকে গণসংযোগ শেষে তিনি কয়েকজন নেতাকে নিয়ে এলাকা ছেড়ে যান। এসময় জাবেদের ওপর হামলা হয়। পরে দু’পক্ষে মারামারির মধ্যে জাবেদ ও শাহাদাতকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত নায়েক মো. হামিদুল ইসলাম বলেন, ‘জাবেদ ও শাহাদাতের শরীরের বিভিন্ন স্থানে জখম আছে। জাবেদের অবস্থা গুরুতর বলে ডাক্তাররা জানিয়েছেন।’

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রহিম বলেন, ‘দু’পক্ষের মধ্যে সম্ভবত পূর্ব থেকে কোনো বিরোধ ছিল। এর থেকেই প্রথমে হামলা ও পরে সংঘর্ষ হয়েছে। আমরা ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছি।’

জাসদ নেতা মঈনউদ্দিন খান বাদলের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে ১৩ জানুয়ারি ভোটগ্রহণ হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here