করোনা ভাইরাসের বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য জরুরি ভিত্তিতে দেশে তিন লাখ ডলার (দুই কোটি ৫৮ লাখ টাকা) অনুদান অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মাস্ক-অ্যাপ্রোনসহ মেডিক্যাল সরঞ্জাম কেনাকাটা করা হবে এডিবির এই অনুদানে।
শুক্রবার (২৭ মার্চ) এডিবি বোর্ড এই অনুমোদন দেয়। পরে শনিবার (২৮ মার্চ) এডিবির ঢাকা অফিসের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। একইসঙ্গে বিষয়টি নিশ্চিত করেন এডিবির টিম লিডার (বহিঃসম্পর্ক বিভাগ) গোবিন্দ বার।