অনলাইন ডেস্ক : জমিয়তে মুহিব্বানে সুলতানপুরী বোয়ালখালী শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
২৪ মে শুক্রবার বিকেলে স্থানীয় বহদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের সভাপতি জসিম উদ্দীন বাচা’র সভাপতিত্বে অনুষ্টিত মাহফিলে মেহমানে আলা ছিলেন, সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ আবুল ফজল মোহাম্মদ ছাইফুল্লাহ সুলতানপুরী।
প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা রেজাউল করিম বাবুল। প্রধান আলোচক ছিলেন, সাতগাছিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ আবুল ফজল মো. মনছুর উল্লাহ সুলতানপুরী।
মোকতেয়ার আহম্মদ মিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালখালী পৌর কাউন্সিলর সোলাইমান বাবুল, সংগঠনের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক জফুর আলম, যুবলীগ নেতা মনজুর মোরশেদ ও কফিল উদ্দিন মুন্সী।