বন্ড সিরিজের ২৫তম ছবি নো টাইম টু ডাই-এর টিজার মুক্তি পেয়েছে গতকাল রোববার। ছোট এই টিজারে বলা হয়েছে, ৪ ডিসেম্বর মুক্তি পাবে ছবির ট্রেলার। মুক্তি পেতে যাচ্ছে বন্ড সিরিজের ২৫তম ছবি।

তবে যুক্তরাজ্যের জন্য আগামী বছর ৩ এপ্রিল মুক্তি দিবে।  ড্যানিয়েল ক্রেগ অভিনীত পঞ্চম ও শেষ জেমস বন্ড সিরিজের ছবি।

বন্ডের নো টাইম টু ডাই পরিচালনা করেছেন এমিজয়ী মার্কিন নির্মাতা ক্যারি জোজি ফুকুনাগা। যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন নিল পারভিস, রবার্ট ওয়েড, স্কট জেড বার্নস ও ওয়ালার ব্রিজ। এ ছবিতে ভিলেনরূপে আছেন বোহেমিয়ান র‌্যাপসোডি ছবির অস্কারজয়ী অভিনেতা রামি মালেক।

ছবির গল্পে দেখে যায়, যখন জেমস বন্ডের সিআইএর পুরোনো বন্ধু ফেলিক্স লেইটার নতুন মিশনের যাওয়ার জন্য তাঁর সাহায্য চান। মিশনে অপহৃত এক বিজ্ঞানীকে উদ্ধার করতে হবে। সেই অভিযানে নানাভাবে বন্ডের বাধা হয়ে দাঁড়াবে ভিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here