আলোকিত ডেস্ক: গ্রুপ “মিলেমিশে আমরা”র আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণ করা হয়েছে।
গত শনিবার ২৭ জুলাই নগরীর দেওয়ান বাজার শান্তিনগর বগারবিল সহযাত্রীক স্কুলে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অসহায় এবং সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাড়ায়ে তাদের সহযোগিতা করা এবং বাচ্চারদের পড়ালেখাতে উৎসাহিত করার লক্ষ্য এই অনুষ্টানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিশনার ফারাজানা পারভিন (এম.এ)।
মিলেমিশে গ্রুপের এডমিন ইশান সাগর, আরেফিন রহমান, মডারেটর আনিসুল হক খোকন, জাহিদা সুলতানা, তাহমিনা তানিয়া, তানজিনা পিন্টু জিনিয়া ও সামিনা কেয়াসহ এসময় উপস্থিত ছিলেন সহযাত্রীক স্কুলের অর্থ সম্পাদক কাজী কামরান।
অনুষ্ঠান শেষে সুবিধাবঞ্চিত বাচ্চাদের জন্য স্কুল পরিচালনা কমিটির হাতে অর্থ তুলে দেন ওয়ার্ড কমিশনার ফারজানা পারভীন (এম.এ)।