রমজানের ২য় জুমাহ আজ। সারা বছর প্রতিটি খারাপ কাজের গুনাহ ১ গুন;ভাল কাজের সওয়াব ১০ গুন ।কিন্তু রমজানে খারাপ কাজের গুনাহ ১ গুন আর ভাল কাজের সওয়াব কমপক্ষে ৭০ গুন সর্বচ্চো ৭০০ গুন । যেমন- সারা বছর একটি জুমাহ র নামাজ আদায় করলে আল্লাহ্তায়ালা ১০ টি জুমাহর আদায় করার সওয়াব বান্দার আমল নামায় যোগ করেন, আর রমজানে ১ টি জুমাহ র নামাজ আদায় করলে কমপক্ষে ৭০ টি সরবচ্চ ৭০০ টি জুমাহ র নামাজ আদায়ের সওয়াব আল্লাহতায়ালা বান্দার আমল নামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ্ কত মহান ।আসুন ভাই/বোন আজকেড় জুমাহ র নামাজ আদায় করি।কোনভাবেই যেন নামাজ ছুটে না যায় সেদিকে লক্ষ্য রাখি।