আবো ডেক্স : প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমনের হাত থেকে রক্ষা পেতে সবাই মাস্ক ব্যবহার করছেন। বিশ্বস্বাস্থ্য সংস্থাও হাতধোয়ার পাশাপাশি মাস্ক পরার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। কেননা এ ভাইরাসটি হাঁচি-কাশির মাধ্যমে দ্রুতই ছড়ায়।
তবে এ মাস্ক পরা নিয়ে চিকিৎসকরা ভিন্ন ভিন্ন মতামত দিচ্ছেন। কোনো চিকিৎসক বলছেন, সার্জিক্যাল সবচেয়ে বেশি কার্যকর। অন্যদিকে এই সার্জিক্যাল মাস্কের পরিবর্তে সাধারণ মানুষকে কাপড়ের মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশ্বখ্যাত হৃদরোগ চিকিৎসক ড. দেবী শেঠী।
তিনি বলেন, এ মাস্ক সাধারণ মানুষ ব্যবহার করায় চিকিৎসক, নার্সরা মাস্ক পাচ্ছেন না। এতে তারা কোভিড-১৯-এ আক্রান্ত হচ্ছেন।
ড.দেবী শেঠী আরও বলেন, সার্জিক্যাল মাস্ক মাত্র ছয় ঘণ্টা ব্যবহার করা যায়। কিন্তু সাধারণ মানুষ একই মাস্ক বারবার ব্যবহার করে, ঠিকমত ডিসপোজ না করার কারণে ভাইরাস বিস্তার করতে পারে। একই সঙ্গে মাস্ক ব্যবহার শেষ যখন ডাস্টবিনে ফেলবেন; সেখানে থেকে সুইপাররা এটি সংগ্রহ করবে এবং পুনরায় ব্যবহারযোগ্য করার চেষ্টা করেন তারা। এতেও এ ভাইরাসটি ছড়িয়ে পড়ে বলে জানান ড. দেবী শেঠী।