নিজস্ব প্রতিবেদক:

মারা গেছেন মুক্তিযোদ্ধা কমরেড শিক্ষাবিদ সুনীল চক্রবর্তী(৭০)।

তিনি আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৭টার সময় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ প্রবীণ শিক্ষাবিদ।

তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন।

তার বর্ণাঢ্য কর্মময় জীবনে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ গ্রহণসহ বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে জড়িত ছিলেন। পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন দীর্ঘদিন। এছাড়া বাংলাদেশ শিক্ষক সমিতি, চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাবেক সভাপতি, কেন্দ্রীয় সমিতির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পশ্চিম শাকপুরা অংকুর খেলাঘরের প্রতিষ্ঠাতা।

তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত নিরঞ্জন চক্রবর্তীর ছেলে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here