√√ মাইজভাণ্ডারী পরিমণ্ডলে হুজুর গাউসুল আজম মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ) কে # ফকির_মাওলানা ছাহেব বলা হত। আবার তিনি # হযরত_কেবলা নামেও অধিক পরিচিত ছিলেন।
√√ হযরত মাওলানা শাহসুফি সৈয়দ গোলামুর রহমান বাবাজান কেবলা কাবা (কঃ) কে # বড়_মাওলানা ছাহেব বলা হত। হযরত আকদাছ আদর করে আবার বাচা ময়নাও ডাকতেন।
√√ হযরত মাওলানা শাহসুফি আমিনুল হক ওয়াছেল (কঃ) কে # ছোট_মাওলানা ছাহেব বলা হত। বয়সের দিক থেকে তিনি বাবাজান কেবলার ছোট ছিলেন। যদিও হযরত আকদাছের জীবদ্দশায় তিনি ওফাত হয়েছিলেন।
√√ সুলতানে ও বাব এ গাউসুল আজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (কঃ) কে # দেলা_ময়না বলা হত। আবার হযরত আকদাছ অনেক সময় আদর করে মিঞাও ডাকতেন।
√√ হযরত আকদাছ (কঃ)-এর একমাত্র ঔরসজাত কন্যা সৈয়দা আনোয়ারুন্নেছাকে # তোতা_ময়না বলা হত।
√√ হযরত বাবাজান কেবলার সহোদর বড় ভ্রাতা শাহসুফি সৈয়দ গোলাম ছোবহান ছাহেবকে চুন্নু মিঞা বা অনেক সময় জেঠা বাবাজী বলা হত।
√√ আর হযরত আকদাছ (ক.) নিজে উনার একমাত্র ঔরসজাত সন্তান মাওলানা শাহসুফি সৈয়দ ফয়জুল হক ছাহেব (কঃ) কে #আমার_ফয়জুল_হক_মিঞা বলে ডাকতেন।
√√ চেরাগে গাউসুল আজম শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ছাহেব (কঃ) #বড়_মিঞা নামে অভিহিত ছিলেন।
সূত্র- পরদোষ পরিহারে