মোন্তাজেম শাহসুফি সৈয়দ মুনিরুল হক মাইজভাÐারীর আওলাদদ্বয়ের আয়োজন ও ব্যবস্থাপনায় ২৪ জানুয়ারি মাইজভাণ্ডারী ত্বরীকার প্রবর্তক গাউসুল আজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) প্রকাশ হযরত ছাহেব কেবলা কাবার ১১৭তম বার্ষিক মাইজভাণ্ডার ওরশ শরীফ দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারী গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সমন্বয় কমিটি এবং ওরশ শরীফ সুপারভিশন কমিটির যৌথ প্রস্তুতি সভা গত ২২ ডিসেম্বর বাদ এশা গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ, সকল দায়রা ও শাখার কর্মকর্তাবৃন্দ, ওরশ শরীফের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার, সুপ্রিম সুপারভাইজার, বিভাগীয় পরিচালকরা উপস্থিত ছিলেন।
সমাপনী খোৎবা পেশ করেন ওরশ শরীফ সুপারভিশন কমিটির সভাপতি শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী। শোকরানা বক্তব্য পেশ করেন সহ-সভাপতি শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী।
সংগঠনের কেন্দ্রীয় সহকারী সচিব মাওলানা মুহাম্মদ হাসানের সঞ্চালনায় সভার কার্যবিবরণী উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় আহŸায়ক কাজী মুহাম্মদ জানে আলম বাবুল ও সচিব নাজমুল হাসান মাহমুদ শিমুল। বক্তব্য দেন মুহাম্মদ মুফিজুল আলম, কফিল উদ্দিন, লালন ওসমান, মুহাম্মদ মহসিন, নুরুল কবির মাসুদ, মোস্তাফা কায়সার মাহমুদ সুজন, ইউপি সদস্য তৌহিদুল আলম, আহমদ গনী চৌধুরী, আজগর হোসেন খাঁন। উপস্থিত ছিলেন মুহাম্মদ আব্দুল হামিদ, জাফর আহমদ, আকতারুল ইসলাম, জানে আলম কোম্পানী, মোবারক হোসেন প্রমুখ। মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ ওসমান গনী।