বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর পরম মমতাময়ী আম্মাজান, অছিয়ে গাউসুল আজম হযরত শাহসুফি মাওলানা সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.) এর সহধর্মিনি, কুতুবুল আকতাব হযরত মাওলানা শাহসুফি সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারী (ক.) এর প্রিয় তনয়া হযরত সৈয়দা সাজেদা খাতুন (ক.) এর ৫২তম বেসাল শরিফ দিবস উপলক্ষে শনিবার ২৩ জ‌্যেষ্ঠ (৬ জুন) ফাতেহা শরিফ মাইজভাণ্ডার গাউসিয়া হক মনজিলে অনুষ্ঠিত হয়।

এতে সদারত করেন দরবাের গাউসুল আজম মাইজভাণ্ডারী গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)। ফাতেহা শরিফে পবিত্র কুরআন খতম, তাওয়াল্লোদে গাউসিয়া, খতমে গাউসিয়াসহ জিকির ও আজকারের আয়োজন করা হয়।

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর রওজা শরিফে অনুষ্ঠিত এই মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ‘মাদ্রাসা-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারী, উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম হিফযখানা এবং ইয়াতিমখানার শিক্ষকরা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here