বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্ব সমাদৃত ‘মাইজভাণ্ডারীয়া ত্বরিকা’র প্রবর্তক খাতেমুল অলদ ফরদুল আফরাদ ইমামুল আউলিয়া গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ)’র ১১৭ তম উরস্ শরিফ উপলক্ষে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘মাইজভাণ্ডারী একাডেমি’ আয়োজিত প্লে থেকে দশম শ্রেণি/সমমানের ছাত্র-ছাত্রীদের নিয়ে ‘পঞ্চদশ শিশু কিশোর সমাবেশ’২০২৩ অনুষ্ঠানের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আগামী ৬ জানুয়ারি’২০২৩ চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজে (নিউ মার্কেটের পাশে) প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং ১৩ জানুয়ারি’২০২৩ বেলা ২টা৩০ মিঃ হতে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেসিয়াম মাঠে শিশু কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

অনলাইন রেজিস্ট্রেশন লিংকঃ
https://maghutshab.sufimaizbhandari.org.bd

চারটি গ্রুপ / শাখায় প্রতিযোগিতা হবেঃ
১। ক বিভাগ (প্লে থেকে দ্বিতীয় শ্রেণি)
২। খ বিভাগ (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি)।
৩। গ বিভাগ (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি)।
৪। ঘ বিভাগ (নবম থেকে দশম শ্রেণি/ সমমান)

কোন কোন বিষয়ে অংশ নিতে ইচ্ছুক (সর্বোচ্চ চারটি বিষয়)
১। ক্বিরাত (পবিত্র কোরআন থেকে তেলাওয়াত )
২। হামদ / না’ত (প্রচলিত যেকোন একটি হামদ / না’ত)
৩। দেশাত্ববোধক গান (খ্যাতিমান কোন গীতিকারের দেশাত্ববোধক গান)
৪। মাইজভাণ্ডারী সংগীত (খ্যাতিমান কোন গীতিকারের মাইজভাণ্ডারী সংগীত)
৫। নজরুল সঙ্গীত
৬। রবীন্দ্র সঙ্গীত
৭। কবিতা আবৃত্তি/Poem
৮। উপস্থিত বক্তৃতা/Public Speaking (সম্মানিত বিচারকদের নির্বাচিত বিষয়ের উপর)

সবার জন্য উন্মুক্ত (ইচ্ছেমতো)
১। রচনা প্রতিযোগিতা/Essay Writing. বিষয়ঃ (আমার দেখা মাইজভাণ্ডার শরিফ)
২। চিত্রাংকন প্রতিযোগিতা
৩। বিজ্ঞান মেলা(ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত)
৪।ফটোগ্রাফি -বিষয়ঃ উন্মুক্ত
৫। কুইজ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here