নিজস্ব প্রতিবেদক : আগামী ৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শারদীয় দুর্গাপূজা’। দেবী দুর্গার আগমন উপলক্ষে দুর্গোৎসবের পাঁচ দিন আগে ব্যাপক উদ্দীপনায় হিন্দুধর্মাবলম্বীরা মহালয়া উদযাপন করে থাকেন।

তারই ধারাবাহিকতায় শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে মহালয়ার বিশেষ অনুষ্ঠান ‘শারদপ্রাতে’।

অনুষ্ঠানে চন্ডি পাঠ করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। সংগীত পরিবেশন করবেন- প্রিয়াংকা গোপ, দেবলীনা সুর, অনিরুদ্ধ সেন গুপ্ত ও বিজন মিস্ত্রী। দুর্গে দুর্গে গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন প্রিয়াংকা রেচেল।

বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ চন্দ্র এষ’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মো: এরশাদ হোসেন। অনুষ্ঠান গ্রন্থনা ও পরিকল্পনায় সুমন সাহা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here