নগর প্রতিবেদক:

নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরুপ সরকার শামসুন্নাহার রহমান পরাণকে মরণোত্তর বেগম রোকেয়া পদক ২০২১ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

গত ২৩ নভেম্বর ২০২১ তারিখে স্বাক্ষরিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম এক পত্রের মাধ্যমে ঘাসফুল এর নির্বাহী সদস্য পারভীন মাহমুদ এফসিএ বরাবরে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।

পরাণ রহমান ১৯৪০ সালে ০১ জুন জন্মগ্রহণ এবং ১৮ ফেব্রæয়ারী ২০১৫ সালে মৃত্যুবরণ করেন। তিনি ১৯৭২ সালে উন্নয়ন সংস্থা ঘাসফুল প্রতিষ্ঠা করেন।

পত্রে উল্লেখ করা হয় আগামি ০৯ ডিসেম্বর ২০২১ তারিখে সকাল ৯:৩০টায় ঢাকা ওসমানি স্মৃতি মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে এই পদক প্রদান করবেন। মরহুমা পরাণ রহমানের পরিবারের পক্ষ থেকে তাঁর জৈষ্ঠ্যকন্যা পারভীন মাহমুদ এফসিএ এই পদক গ্রহণ করবেন। ঘাসফুল পরিবার সরকারের এই সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

জেসমিন বাপ্পি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here