নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে আগুনে পুড়লো ৩বসতঘর। রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মধ্যম শাকপুরা গ্রামের মন্টু বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে অনিক বিশ্বাস, বাবলা বিশ্বাস ও উত্তম বিশ্বাসের বসতঘর পুড়ে যায় বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কিরীটি রঞ্জন বড়ুয়া।
তিনি বলেন, বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি গাড়ি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে ৪লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।