নিজস্ব প্রতিবেদক : ভৌগোলিক কারণে এদেশে মাছ চাষের বিপুল সম্ভাবনা রয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে বেকারত্ব দূর ও অর্থনৈতিক সম্বৃদ্ধি অর্জন করা যায়। জলাশয় পরিত্যক্ত না রেখে তাতে মাছ চাষ করতে হবে। তবে সেই চাষ অবশ্যই বিষমুক্ত হতে হবে।
১৮ জুলাই বৃহস্পতিবার সকালে বোয়ালখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
এতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তার।
যুব উন্নয়ন ক্রেডিট সুপার ভাইজার মো. শাহাবুদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুল, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জহুরুল ইসলাম জহুর, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. সুলতান আহমদ ও থানার উপ-পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন।
এর আগে ‘মৎস্য সেক্টরের সম্বৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ শীর্ষক স্লোগানে বর্ণাঢ্যর্যালী ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।