নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-৮ আসনে (বোয়ালখালী-চান্দগাঁও) ভোট শুরুর পৌণে একঘন্টার মাথায় ভোট কেন্দ্রে বহিরাগতদের উপস্থিতি, ভোটারদের বাঁধা প্রদান ও কেন্দ্রে তার এজেন্টদের প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ তুলেছেন বিএনপি প্রার্থী আবু সুফিয়ান। তবে বিএনপি প্রার্থীর এ অভিযোগকে খারিজ করে দিয়ে সরকার দলীয় প্রার্থী মোছলেম উদ্দিন বলেছেন, নির্বাচন থেকে বেড়িয়ে যাওয়ার  বাহানা খুঁজছে বিএনপি।

সোমবার (১৩ জানুয়ারী) সকাল পৌণে দশটার দিকে নগরের বহদ্দারহাট এখলাছুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই প্রার্থী সাংবাদিকদের এসব কথা বলেন।

বিএনপি প্রার্থী আবু সুফিয়ান অভিযোগ করে বলেন, ‘বহিরাগতরা ভোট কেন্দ্রের চার দিকে অবস্থান নিয়েছে। ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাঁধা দিচ্ছে। এজেন্টদেরকে ভোট কেন্দ্রে আসতে বাঁধা দিচ্ছে। এখানে ভোটের সুষ্ঠু পরিবেশ নাই। আমি প্রশাসনকে তারা ভোটের পরিবেশ নিশ্চিত করেন, বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। ‘

শেষ পর্যন্ত ভোটে থাকার কথা জানিয়ে সুফিয়ান বলেন, ‘ভোটের মাধ্যমে যদি ফলাফল নির্দাধারীত হয়, আমি অবশ্যই সে ফলাফল পরাজিত হলেও মেনে নেব। তবে যদি ভোট ডাকাতি বা অন্য কোনো উপায়ে যদি অবলম্বন করা হয় তবে তা মানার কোনো প্রশ্নই আসে না।’

শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই শেষ পর্যন্ত আছি।’

আওয়ামীলীগ প্রার্থী মোছলেম উদ্দিন বলেন, ‘আজকের নির্বাচনে একটি উৎসবমুখর পরিবেশ তৈরী হয়েছে। খুব সুষ্ঠু একটি পরিবেশ রয়েছে। এ জন্য মানুষের মাঝে স্বতস্ফুর্ততা দেখা যাচ্ছে, মানুষ ভোট দিতে আসছে।’

জয়ের বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করে মোছলেম উদ্দিন বলেন, ‘মানুষ জানে এ নির্বাচনে সরকার পরিবর্তন হবে না। এ নির্বাচন নিয়ে মানুষ আষা করছে যে সকল উন্নয়ণ কাজ চলমান আছে সে গুলো আরো এগিয়ে যাবে।’

বিএনপি জেতার জন্য নির্বাচনে অংশ নিচ্ছেনা দাবি করেন বলেন, ‘আসলে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছেনা। তারা বলছে আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে। তাদের তো লোক আছে, তাদের এজেন্ট এসে বসলে, রিটার্নিং অফিসার নিশ্চয় তাদের বসাবে। তারা নিজেরাই যদি নির্বাচনের জন্য প্রস্তুত না থাকে, এগুলোর জন্য তারা একটা বাহানা খুঁজছে। তারা জানে যে, লোকজন যেভাবে স্বতস্ফুর্তভাবে নৌকার পক্ষে মাঠে নেমেছে, তারা তাদের ভরাডুবির আশঙ্কা করেই এসব কথা গুলো বলছে।’

এর আগে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের উপ-নির্বাচনে আজ সোমবার (১৩ জানুয়ারী) সকাল ৯টায় শুরু হয়েছে ভোট গ্রহণ। বিকেল ৫টা পর্যন্ত চলবে। এ আসনে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। উপ-নির্বাচন হলেও চট্টগ্রাম-৮ আসনের ভোট নিয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে তুমুল প্রতিদ্বন্দ্বিতার।

জাসদ নেতা মঈনউদ্দিন খান বাদলের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ, বিএনপির মনোনীত প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন, ন্যাপের বাপন দাশগুপ্ত ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, ‘সকাল থেকে শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ একটি নির্বাচন করতে চাই। আশা করি, এমন নির্বাচন হবে যে কোনো ধরনের অভিযোগ থাকবে না, এমন একটি নির্বাচন আমরা করতে পারব।’

জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, ‘ইভিএমে প্রথম ভোট। তাই কারিগরী সহযোগিতার জন্য প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনীর দুইজন করে সদস্য থাকবে। পরিস্থিতি বিবেচনায় নির্বাচনে ৫৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ১৮টি অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হচ্ছে। এ কেন্দ্রগুলোতে ১৯ ও সাধারণ কেন্দ্রগুলোতে থাকবে ১৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত আছেন।’

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-৮ আসনটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩, ৪, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ড এবং বোয়ালখালী উপজেলার কধুরখীল, পশ্চিম গোমদণ্ডী, পূর্ব গোমদণ্ডী, শাকপুরা, সারোয়াতলী, পোপাদিয়া, চরণদ্বীপ, আমুচিয়া ও আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে ভোটার রয়েছেন ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯২২ ও নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন। বোয়ালখালী উপজেলায় রয়েছে ১ লাখ ৬৪ হাজার জন ভোটার। নগরের ৫টি ওয়ার্ডে ভোটার রয়েছে তিন লাখ ১০ হাজার ৩৫৪ ভোট। ভোটকেন্দ্র রয়েছে ১৭০টি। ভোটকক্ষ রয়েছে এক হাজার ১৯৬টি। এরমধ্যে বোয়ালখালী অংশে রয়েছে ৬৯টি ভোটকেন্দ্র ও ৪১৬টি ভোটকক্ষ। নগরীর অংশে রয়েছে ১০১টি ভোটকেন্দ্র ও ৭৮০টি ভোটকক্ষ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here