এখন থেকে বাস বা ট্রেনে চড়লে আর কোনও ভাড়া দিতে হবেন না। বিনামূল্যে সবার জন্য গণপরিবহণ ব্যবস্থা করে দিল লুক্সেমবার্গে সরকার। ১লা মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

ট্রাফিক জ্যাম কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির পরিবহণ মন্ত্রণালয়। বিশ্বে এমন সিদ্ধান্ত এই প্রথম।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, যদি দেশের বেশিরভাগ মানুষ নিজেদের গাড়ির বদলে গণ পরিবহণ ব্যবস্থা ব্যবহার করেন তবে রাস্তায় জ্যাম অনেক কমে যাবে বলে মনে করছে সে দেশের সরকার। এ প্রসঙ্গে সরকারের তরফে একটি হিসেব দেখানো হয়েছে। সেখানে দাবি করা হয়েছে প্রতিদিন যদি কেউ গণপরিবহণ ব্যবস্থা ব্যবহার করেন, তবে তিনি বছরে ১১০ ডলার বাঁচাতে পারবেন।

গণপরিবহণের বেশির ভাগ ব্যবস্থাই বিনামূল্যে হলেও কিছু ক্ষেত্রে অবশ্য আগের মতোই ভাড়া দিতে হবে। যেমন ট্রেনের প্রথম শ্রেণি ও রাতের কিছু বাস সার্ভিস ফ্রি করা হয়নি।

২০১৮ সালের এক সমীক্ষায় দেখা গিয়েছে, লুক্সেমবার্গের বেশির ভাগ মানুষ ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করেন। বাসে মাত্র ৩২ শতাংশ ও ট্রেনে ১৯ মানুষ যাতায়াত করেন বলে জানিয়েছে এএফপি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here