আবো. ডেক্স :

এক. ভাষার জন্য জীবন হারালি

ভাষার জন্য জীবন হারালি

বাঙালী ভাইরে রমনার মাটি রক্তে ভাসালি |

(বাঙালী ভাইরে) বাঙালীদের বাংলা ভাষা জীবনে মরণে |

মুখের ভাষা না থাকিলে জীবন রাখি কেনে |

( ও বাঙালী ভাইরে ) কীট পতঙ্গ পশু পাখীর স্বীয় ভাষার বুলি ।

তা হইতে কি অধম হলাম অভাগা বাঙালী

( ও ) সূর্য উঠে লাল হয়ে ভাই পূরব গগনে |

তোমাদের লাল খুনের কথা উঠে মোদের মনে ||

সারে চার কোটি বাঙালী পূর্ববঙ্গে আছে |

তোরা বুকে গুলি নিলি তারা কেমনে বাঁচে ||

ধমনীতে রক্তবিন্দু থাকে যতক্ষণ

রাষ্ট্রভাষা বাংলার জন্য জীবন মরণ পণ

একজনও বাঙালী যদি থাকিব বাঁচিয়া

যদ্দিন বাঁচি তদ্দিন আছি ভাষার দাবি নিয়া ||

বঙ্গবীর শফি, বরকত, জব্বার, সালাম |

কেয়ামত পর্যন্ত থাকবে তোমাদের সুনাম ||

ঐতিহাসিক দিবস এই একুশে ফেব্রুয়ারী |

দিবে শহীদ স্তম্ভে পুষ্পমাল্য বাংলার নরনারী ||

 

দুই. একুশে ফেব্রুয়ারী আবার

একুশে ফেব্রুয়ারী আবার

একুশে ফেব্রুয়ারী আবার দেখি ফিরে এল |

এই দিনে রমনার মাঠে ছাত্ররক্তে ঢেউ খেলিল

ঊর্দু রাষ্ট্রভাষা শুনে ঢাকার যত ছাত্রগণে,

বাংলা ভাষা আন্দোলনে, রাজপথে নামিয়ে এল |

সামনে পুলিশ হল বাদী, ছাত্র দাঁড়াল খেদি

মুহুর্মুহু গগণ ভেদি শ্লোগান শুরু হল |

পুলিশ জুলুম বন্ধ কর, নূরুল আমিন গদি ছাড়

রাষ্ট্রভাষা বাংলা কর, হুংকারে ধরা কাঁপিল |

টিয়ারগ্যাস আর লাঠি পিটে, সঙ্গে সঙ্গে গুলী ছুটে ।

ছাত্ররা পিছু না হটে, বুক পেতে দাঁড়ায়ে রইল,

ইংগিত দিয়া বাঙালীরে, বাংলা ভাষা রাখিবারে,

রক্ত দিয়া রাস্তা’ পরে শহীদ স্বাক্ষর রেখে গেল |

দুঃখের কথা কারে বলি বাংলা ভাষা গেলে চলি

সাড়ে চার কোটি বাঙালীর আত্মহত্যা করাই ভাল |

মিলন সাগর থেকে সংগৃহিত

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here